প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:২১:১৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যাুরো: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে “স্মার্ট হার্টস” এর উদ্দ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্হানরত সদস্যদের সমন্বয়ে গঠিত ত্রাণ তহবিলের মাধ্যমে রমজান ফুডপ্যাক ২০২০ইং নামের এক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও পেঁয়াজ। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে যোগাযোগ করে উপহার তালিকা করা হয় ও বন্টন করা হয়।
প্রথম দফায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় এবং দ্বিতীয় দফায় ৬০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। সবার সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণের এ সামাজিক কার্যক্রম চলমান থাকবে।