প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ রোগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২,২০৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ে তিনজনের মৃত্যু ঘটেছে, যার সঙ্গে চলতি বছরের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২০ জনে।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে:
* বরিশাল বিভাগ: ১৩১
* চট্টগ্রাম বিভাগ: ৭০
* ঢাকা বিভাগ: ১৪২
* ঢাকা উত্তর সিটি: ১৪১
* ঢাকা দক্ষিণ সিটি: ১১৪
* খুলনা বিভাগ: ৪১
* ময়মনসিংহ বিভাগ: ৩৪
* রাজশাহী বিভাগ: ৩২
* রংপুর বিভাগ: ১০
চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু (১০৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এর পাশাপাশি বরিশাল বিভাগে ৩২, ঢাকা উত্তর সিটিতে ৩০, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ৭, খুলনা বিভাগে ৬ এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন, এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।

















