বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলার বিষয়ে আরাফাতের মন্তব্য

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৬:৫৭:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। আজ সোমবার বিকেলে সাংবাদিকদেরেএক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সামগ্রিকভাবে নির্বাচন কেমন হলো- এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘ওভারঅল নির্বাচন তো ভালো হলো। একেবারে শেষ বেলায় এসে কিছু বিচ্ছিন্ন ঘটনা, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা- এগুলো বিভিন্ন জায়গায় অনেকে করে ফেলেছে। আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, আমার সঙ্গে যারা হাড় ভাঙা খেটেছেনে, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সবাই মিলে ভোটারদের কাছে আমরা গিয়েছিলাম। যেহেতু খুবই স্বল্প সময়ের নির্বাচন, সে জন্য আমাদের যে চ্যালেঞ্জটা তা মোকাবিলায় ব্যর্থ হয়েছি।’

আপনার প্রতিপক্ষ প্রার্থী, হিরো আলমের ওপর হামলা হয়েছে একটু আগে- এক সাংবাদিক এ বিষয়ে আরাফাতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমার কোনো প্রতিপক্ষ প্রার্থী নাই। আমার প্রতিপক্ষ রাজনৈতিক অপশক্তি আছে, বিএনপি-জামায়াত। আপনারা খুঁজে বের করেন ঘটনাগুলো কারা করেছে। এই ঢাকা-১৭ আসনে নৌকার যত ভোট আছে, পরিবেশ যত শান্ত থাকবে কার বেশি লাভ হবে? আওয়ামী লীগের লাভ। পরিবেশ খারাপ হলে কার ক্ষতি হবে? আওয়ামী লীগের ক্ষতি হবে। তাহলে আওয়ামী লীগের ক্ষতি হলে কার লাভ হবে, আপনারাই হিসাব করে সমীকরণ মেলান। খুঁজে বের করেন।’

এ সময় এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আর আমাদের ভেতর থেকেও যদি কেউ এটার সঙ্গে সম্পৃক্ত থাকে, আমি তো বলেই দিয়েছি স্পষ্টভাবে- যেই হোক আইনের আওতায় আনবেন, আনতে হবে।’

আরও খবর

Sponsered content