প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে কালু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শফিকুল ইসলাম পান্ডুল ইউনিয়নের তনুরাম হাজীপাড়া গ্রামের ওমর আলী বেপারীর পুত্র বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে পৃথক দু’টি মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে কালুকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।