প্রতিনিধি ৩ মে ২০২০ , ১:৩১:৩০ প্রিন্ট সংস্করণ
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ১১ লাখ ৮ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া মারা গেছেন ২ লাখ ৪৪ হাজার ৭৭২ জন।
ভাইরাসটি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৮ জনের শরীরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারে এ আপডেট দেয়া হয়েছে।
বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ২১ লাখ ৩০ হাজার ২৩০ জনের শরীরে। এদের মধ্যে ২০ লাখ ৭৯ হাজার ৩৭২ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ এবং ৫০ হাজার ৮৫৮ জনের অবস্থা গুরুতর।
যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১১ লাখ ৬০ হাজার ৭৭৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৬৭ হাজার ৪৪৪ জন।
আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে স্পেনে আক্রান্তের মোট সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬৭ জন এবং মৃতের সংখ্যা ২৫ হাজার ১০০ জন।
ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন এবং মৃতের সংখ্যা ২৮ হাজার ৭১০ জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে: ৮ হাজার ৭৯০ জনের শরীরে এবং মারা গেছেন ১৭৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৭৭ জন।