বাংলাদেশ

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমল ১ টাকা

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৭:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমল ১ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর।

বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয় সিলিন্ডার গ্যাসের দাম।

উল্লেখ্য, বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করে আসছে।

আরও খবর

Sponsered content