আগামী ১৫ই সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনাভাইরাস সংক্রমণের কারণে সৌদি আরবে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর বিমানের রিয়াদ অফিস থেকে নিবন্ধিত যাত্রীরা আসল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন।