চট্টগ্রাম

১৬ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন বন্ধ

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি : ল²ীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেটর না থাকায় একমাত্র এক্স-রে যন্ত্রটি প্রায় ১৬ বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। ফলে রোগীরা স্বল্পমূল্যে সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অপারেটর নিয়োগের বিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষ একাধিকবার জানালেও ১৬ বছরেও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটির অপারেটর ২০০৪ সালে বদলি হয়ে গেলে এটি বন্ধ রাখা হয়। আপারেটর নিয়োগের বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়। কিন্তু সেখান থেকে নিয়োগের কোন উদ্যেগ এখনো নেওয়া হয়নি। এতে যন্ত্রটি গত ১৬ বছর বন্ধ রাখা হয়েছে, বন্ধ থাকায় বর্তমানে যন্ত্রটির অনেকস্থানে ত্রæটি দেখা দিয়েছে। প্রতিদিন কমপ্লেক্সে বর্হিবিভাগে সেবা নিতে ১০০ থেকে ১৫০ জন রোগী আসেন তাদের মধ্যে যাদের এক্স¬-রে এর প্রয়োজন হয় তারা অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারী হাসপাতাল থেকে করিয়ে আনা লাগে। উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্ত্া ডা. মোঃ জাকির হোসেন বলেন, অপারেটর নিয়োগের বিষয়টি একাধিকবার লিখিতভাবে স্বাস্থ্যঅধিদপ্তরের মহাপরিচালকে জানানো হয়েছে। তবে কবে নিয়োগ দেওয়া হবে তা বলা মুশকিল।

আরও খবর

Sponsered content