প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৬:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার রাতে বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি শমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্র রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী।
ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. এমএ মতিন, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, সদস্য ফাহমিদা বুলবুল কাকলি, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল প্রমুখ।