প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৬:২৬:২০ প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধ : নেত্রকোণার কেন্দুয়ায় হটাৎ একসাথে ৪টি বাসযোগে যাত্রী আসায় চমকে উঠে এলাকাবাসী। এ ঘটনাটি রোববার কেন্দুয়া উপজেলা হাসপাতাল মোড়ে ঘটেছে। সুত্র জানায়, চলতি বোরো মৌসুমের ধান কাটতে চট্রগ্রামের বিভিন্ন কলখারখায় কর্মরত শ্রমিকরা চট্রগ্রাম পুলিশের অনুমিত পেয়ে ৪টি বাসে ২৫৮ জন নারী–পুরুষের বহর নিয়ে রোববার বেলা ১১টার দিকে কেন্দুয়া উপজেলা হাসপাতাল মোড়ে পৌঁছায়। বাসে যাত্রীদেরকে বাসস্টেশনে না গিয়ে আরো ১ কিলোমিটার আগে হাসপাতাল মোড়ে নামিয়ে দ্রæত চলে যাওয়ায় জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়।
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন শহর থেকে লুকোচুরি করে আসা লোকগুলি নিয়ে স্থানীয়দের মাঝে এমনিতেই আতংক বিরাজ করছে। এরেই মাঝে প্রকাশে এত লোক আসায় আতংক আরো বেড়ে যায় সাধারণ মানুষের মাঝে। এ বিষয়ে জানতে রাছেল নামে এক যাত্রী বলেন, ভাই আমরা চিটাগাং থেকে গ্রামে আইছি ধান কাটতে। সাথে আরেক যাত্রী বলেন, আর কত জায়গায় জিজ্ঞাস করবো আমাদেরকে, কত ছবি তুলব মানসে (মানুষে)। জৈনক আবুল কাশেম জানায়, যেভাবে রাইতে–দিনে শহরের মানুষ আসছে মনে হয় আর নিরাপদে থাহন যাইতো না।
এব্যাপারে কেন্দুয়া ওসি রাশেদুজ্জামান বলেন, বোরো ধান কাটতে প্রশাসনের অনুমিত নিয়ে ৪টি বাসে করে ২৫৮ জন যাত্রী আসছে। তার মধ্যে ১১০ জনের বাড়ি কেন্দুয়ায়। অন্যদের বাড়ি জেলার আটপাড়া, মদন, খালিয়াজুরি ও মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি আরো বলেন, বাসগুলো ফেলিপ্যাড মাঠে আসার কথা ছিল ওইখানে আমাদের প্রস্তুতি ছিল সবার বাড়িতে পৌঁছার ব্যবস্থা করবো, কিন্তু বাসওয়ালারা যাত্রীদের হাসপাতাল মোড়ে নামিয়ে দেয়ায় সব এলোমেলো হয়ে যায়। আগতদেরকে নিদের্শনা দেয়া আছে জমিতে অন্যদের থেকে দুরত্ব বজায়ে রেখে ধান কাটবে আর বাড়িতে হোম কোয়ারেন্টেন চলতে হবে। আমাদের কাছে তাদের তালিকা আছে। তারা নজরদারি থাকবে বলে জানান ওসি।