প্রতিনিধি ২১ মে ২০২৩ , ২:২৫:১৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি দাবি করেছেন, বিক্ষোভে ২৫ জন নিরস্ত্র লোককে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিক গ্রেপ্তার হন ইমরান খান। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানে ব্যাপক সহিংসতা শুরু হয়। এরপরেই গতকাল এমন চাঞ্চল্যকর দাবি করলেন ইমরান খান।
পিটিআই প্রধান বলেছেন, বিক্ষোভের সময় আমাদের যে ২৫ জন লোক শহীদ হলেন- তা নিয়ে সরকারের কেউ কথা বলছে না। তাদের সবাই নিরস্ত্র ছিল এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
এই দেশের মানুষের জীবনের কী কোনো মূল্য আছে- এমন প্রশ্ন করেছেন ইমরান খান। তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নি। যদিও এর আগে পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
এ ছাড়া গতকালের ভাষণে পিটিআই প্রধান জানান, তিনি দেশ ছাড়বেন না। তিনি বলেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’