বিনোদন

২৮ কোটি টাকা দান করে এত প্রচার হচ্ছে কেন?

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৩:৫৮:১৫ প্রিন্ট সংস্করণ

এই তো ক'দিন আগেই শক্তিমান খ্যাত অভিনেতা মুকেশ খান্নাকে এক হাত নিয়েছেন তিনি। তার মেয়ে সোনাক্ষি সিনহার সাধারণ জ্ঞান নিয়ে খোঁচা দেয়ায় তার কড়া জবাব দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রঘ্ন সিনহা।

এবার তিনি ক্ষোভ প্রকাশ করলেন অক্ষয় কুমারের প্রতি। যদিও তিনি কারও নাম নেননি তবু ইশারায় অক্ষয়কেই বোঝাতে চাইলেন কোটি কোটি টাকা দান করে কেন এত সেটা প্রচার করছেন।

প্রথমে ২৫ কোটি পরে আরও ৩ কোটি দান করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের ওই দান নিয়েই এবার সমালোচনায় করলেন শত্রুঘ্ন সিনহা।

শত্রুঘ্ন বলেন, অনুদান বা দান সব সময়ই গোপনে করতে হয়। দানধ্যানের বিষয়টি এভাবে সামনে না আনলেও চলে। শোবিজ ইন্ডাস্ট্রির মতো দান, অনুদানের বিষয় নিয়ে যদি খুল্লামখুল্লা প্রচার করা হয়, তাহলে তার মহাত্ম থাকে না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অক্ষয়ের বিষয় নিয়ে মুখ খোলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, দান সব সময়ই গোপনে করা উচিত। তা না করে কেউ ২৫ কোটি দিয়ে তা নিয়ে সোশ্যাল সাইটে বড়াই করছেন।

এভাবে দান, অনুদান নিয়ে মুখ খুললে, তা অন্যের সঙ্গে তুলনা ছাড়া অন্য কিছুই হয় না বলেও মত প্রকাশ করেন খামোশ অভিনেতা।

আরও খবর

Sponsered content