বাংলাদেশ

৩৫ প্রতিষ্ঠান নিতে চাচ্ছে দুদকের সেই শরীফকে

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৫:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেই কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি দিতে চায় ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার পর চাকরি হারান তিনি। তবে শরীফ জানিয়েছেন, যে কোম্পানির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারবেন সেই কোম্পানিতে যোগ দেবেন।

শরীফ বলেন, ‘বুধবার পর্যন্ত দেশের ৩৫টি বড় বড় কোম্পানি আমার সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে।’

শরীফ উদ্দিন প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। ওই বছরের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় অব্যাহতি দেওয়া হয় চাকরি থেকেও। ৯ মাস চাকরি না থাকায় মানবেতর জীবন-যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রাম ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার সামলাচ্ছেন তিনি।

আরও খবর

Sponsered content