বাংলাদেশ

৩ মামলা হচ্ছে গোল্ডেন মনিরের বিরুদ্ধে

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ২:১৭:০২ প্রিন্ট সংস্করণ

অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ মামলা করছে র‌্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদ সম্মেলনে তথ্য জানান।

গতকাল শুক্রবার রাত ১০টা থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে অভিযান চালানো হয়। এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

র‌্যাব জানিয়েছে- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। ৬ তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবর

Sponsered content