প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে করোনা মহামারির ফলে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য ইউএনওর ত্রাণ তহবিলে ২ হাজার ৪ শত ৮৫ টাকা দান করেছেন আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র পিনাক রঞ্জন বর্মণ। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে ইউওনও আয়েশা সিদ্দীকার হাতে এ টাকা তুলে দেন ওই ছাত্র। বাবার দেয়া টিফিনের টাকা ও স্বজনদের খেতে দেয়া টাকা বাঁচিয়ে এই টাকা জমিয়েছে বলে জানায় সে।
শিশু পিনাক রঞ্জন বর্মণ জানায়, অনেক শিশু না খেয়ে আছে। টিভিতে বিভিন্ন সংবাদ দেখে তাদের জন্য মন খারাপ হয় তার। তাই সে তার গোছানো টাকা খাদ্য সংকটে পড়া সেই শিশুদের কাছে কিভাবে পৌচ্ছাবে সে তার বাবাকে বলে। পরে তার বাবা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী সুসেন চন্দ্র রায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে সেই টাকা উপজেল াপ্রশাসনের ত্রান তহবিলে দান করে সে।
এ সম্পর্কে ইউএনও আয়েশা সিদ্দীকা বলেন, শিশু পিনাক রঞ্জন বর্মণের দান মহানুভবতার প্রকৃষ্ট উদাহরণ। এ সময় তিনি সমাজের বিত্তবানদের এ দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।