প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ৩:০৩:২৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর চারঘাটে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে দুইজন ভ্যানচালক খুন হয়েছে। এলাকার সাধারণ মানুষের মনে আতংক দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সরদহ ইউনিয়নে বালিয়াডাঙ্গা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন ভ্যানচালক খুন হয়েছে। নিহত ঐ ভ্যান চালক উপজেলার মেরামতপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জালাল উদ্দীন (৬০)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভ্যানচালক জালাল উদ্দীন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হয়ে যান। এরপর সন্ধ্যায় প্রায় ৭ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের সরদহ-ঝিকরা রাস্তায় বালিয়াডাঙ্গা নামক স্থানে দুর্বৃত্তের ছুরিকাতে আহত হয়। আহত ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চারঘাট মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ থানায় নিয়ে যায়।
এব্যাপারে নিহতের ছেলে মানিক (২৮) বাদী হয়ে চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়না তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে গত বুধবার দিনগত রাতে উপজেলার ইউসুফপুর এলাকার সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজদার রহমান নামে একজন ভ্যানচালক খুন হয়। পরপর দুইটি ভ্যানচালক খুন হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। তবে ওসি সমিত কুমার কুন্ডু বলেন, হত্যাকান্ডের কারন উদঘাটন করে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।