প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১:৩৬:০৮ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৭১ সালের ক্যালেন্ডার। মজার বিষয় হচ্ছে ১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের রয়েছে হুবহু মিল।
১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল।
১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।