আন্তর্জাতিক

৯০ ভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে: ইরান

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৩:০১:২১ প্রিন্ট সংস্করণ

৯০ ভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সুনির্দিষ্ট ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। 

এতে তারা সফলও হয়েছে। প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলি ভূখণ্ডে কৌশলগত টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়েছে। খবর ইরনার।

আইআরজিসি এক বিবৃতি জানায়, সাদেক-২ কোড নামের এই অভিযানে কৌশলগত লক্ষ্যবস্তুতে ইরানের সামরিক বাহিনীর সহায়তায় হামলা চালানো হয়। বিশেষত ইসরায়েলের বিমানবাহিনী এবং রাডার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। 

এছাড়া, ফিলিস্তিনের প্রতিরোধ নেতা শহীদ ড. ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহসহ সামরিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও, ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যে আঘাত হানে। এর ফলে ইসরায়েলি বাহিনী ইরানের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে।

আইআরজিসি জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ আত্মরক্ষার অধিকার হিসেবে পরিচালিত হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুরা যদি কোনো বোকামি করে, তাহলে এর প্রতিক্রিয়া হবে কঠোর এবং ধ্বংসাত্মক।