দেশজুড়ে

অনুমোদনহীন বিদেশী ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা গুনলো লাজ ফার্মা

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৭:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় অবস্থিত লাজ ফার্মা নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন বিদেশী ওষুধ ও প্রসাধনী বিক্রি করে লাখ টাকা জরিমানা গুনেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা ধার্য্য করেন।

অভিযান পরিচালনাকালীন সময়ে লাজ ফার্মা থেকে অনিবন্ধিত বিদেশি ওষুধ, অনুমোদিত বিদেশি চকলেট ও বিদেশি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এজন্য তাদেরকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, প্রতিষ্ঠানটি ওষুধ এবং প্রসাধনী সামগ্রী একসাথে সংরক্ষণ করছে। তারা অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছিলো, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদেরকে পৃথক আইনে ৫০হাজার করে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

আরও খবর

Sponsered content

Powered by