ভারত

অমিত শাহকে কান ধরে হিন্দু ধর্ম শেখাতে চান মমতা

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৩:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পশ্চিমবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কটাক্ষের জবাবে কড়া অবস্থান নিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘কান ধরে হিন্দু ধর্ম শেখাবো।’    

আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দাঁড়িয়ে অমিত শাহ অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতো না। দুর্গাপুজো হয় না। গেরুয়া শিবিরের চাপে কয়েক বছর পর এ রাজ্যে সরস্বতী পুজো চালু হয়েছে।’

তার অভিযোগ উড়িয়ে এদিন মমতার জবাব, ‘সব মিথ্যে কথা। কে বলেছে এখানে সরস্বতী পুজো হয় না? দুর্গাপুজো না হলে ক্লাবগুলো কীভাবে টাকা পাচ্ছে?’

তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, ‘ওরা তো সরস্বতী পুজোর মন্ত্রই জানে না। বিজেপি নেতারা বাংলার সংস্কৃতি, শিষ্টাচার, ভদ্রতা সম্পর্কে কিচ্ছু জানে না।’

এরপরই মমতার কটাক্ষ, ‘আমরা যে কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দেবো। বাড়ি গিয়ে মা-বোনদের ভুল বোঝালে সোজা কান মলে দিন। এতে তো আর মামলা হয় না।’

মঞ্চ থেকে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করেন মমতা।

সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূলের অভিযোগ, ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করতে চাইছে বিজেপি। এদিনও সেই অভিযোগে সরব হলেন মমতা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ধর্মের ভিত্তিতে এ রাজ্যের ভোট ভাগ করতে দেবে না তৃণমূল কংগ্রেস।

মেয়েদের ভোট টানতে চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। এদিন পালটা সেই অংশের ভোট ধরে রাখতে মমতা বলেন, মেয়েরা-মায়েরা আমার শক্তি। আমি তাদের পুজো করি।

আরও খবর

Sponsered content

Powered by