বিনোদন

অসহায় মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২০ , ১:৩৪:৫১ প্রিন্ট সংস্করণ

অসহায় মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’

করোনা পরিস্থিতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সানাউল্লাহ্ নূর সাগর দম্পতি। 

মঙ্গলবার (৩১ মার্চ) তাদের গড়া সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে ঢাকা ও আশ-পাশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ দম্পতি ২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও তুলে দিয়েছেন বলে সালমা জানিয়েছেন। 

সালমা বলেন, ‘হাজারীবাগ ও জিগাতলা এলাকার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। গুলশান, বনানী, মগবজার, কারওয়ান বাজার ও ফার্মগেটের অসচ্ছল মানুষদের জন্য অনেকেই খাবার নিয়ে এগিয়ে এসেছে। 

‘কিন্তু হাজারীবাগের এদিকে এসে আমি অবাক। এদিকে হাজার হাজার মানুষ রোজগারহীন হয়ে পড়েছেন। যতটুকু পেরেছি তাদের সহায়তা করেছি। কারো একা পক্ষে এই অসহায় মানুষগুলো সমস্যা দূর করা সম্ভব নয়। তাই সবার সহযোগতা প্রয়োজন। বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’

আরও খবর

Sponsered content

Powered by