ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৭:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে বাংলাদেশ সময় আজ শনিবার আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার। জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক মেরে ফিরে যান মিষ্টি সাহা। সেখান থেকে আফিয়া প্রত্যাশা ও উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ৬৬ রানের জুটি গড়েন।  দিলারা  ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে আইন্সওয়ার্থের বলে ফিরে যান। দিলারার বিদায়ের পর নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি আফিয়া। ব্যক্তিগত ২৪ ও দলীয় ৭১ রানে আইন্সওয়ার্থের বলে আউট হন বাংলাদেশের এই ওপেনার ব্যাটার।

পরে স্বর্ণা আক্তার ২৩ ও সুমাইয়া আক্তার ৩১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।  অস্ট্রেলিয়ার পক্ষে ক্লো আইন্সওয়ার্থ দুটি ও রিস ম্যাককেনা একটি  উইকেট নেন। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ও দিশা বিশ্বাস দুটি করে  উইকেট নেন।

Powered by