বরিশাল

আগৈলঝাড়ার অপহৃতা উদ্ধার, কারাগারে ১

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৫ম শ্রোনীর এক স্কুলছাত্রীকে গত ২১ সেপ্টেম্বর বিকেলে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে অপহৃতা মা রেহানা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অপহৃতাকে ঢাকা থেকে উদ্ধার করে ও অপহরণকারিকে বরিশাল সদর থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে অপহৃতাকে জবানবন্দির জন্য বরিশাল আদালতে ও ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতাকৃত রাসেল মুন্সীকে আদালতের নির্দেশে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও আগৈলঝাড়া থানার এসআই তৈয়বুর রহমান জানায়, আগৈলঝাড়া থানায় একটি অপহরণ মামলা হয় গত মঙ্গলবার, যার নং-১৩। ওই মামলার অপহরণকারী রাসেল মুন্সীকে বরিশাল র‌্যাব-৮ এর সহযোগীতায় বরিশাল সদর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতকে জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে রিমি আক্তারকে রাজধানী ঢাকা মিরপুর এক থেকে উদ্ধার করে মামলার তদন্তকারি কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই তৈয়বুর রহমান । এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, অপহরন কারিকে গ্রেফতার ও আপহৃতাকে উদ্ধার করেছি।

আরও খবর

Sponsered content

Powered by