দেশজুড়ে

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে ধান কাঁটা  রিপার মেশিন বিতরণ

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৫:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

এসএম ওমর আলী সানি, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় ইরিবোরো ধান কাটা শ্রমিক সংকটের কারনে চলতি মৌসুমে কৃষদের খেতের পাকাধান ঘরে তুলতে হতাস কৃষকের সুভিদার কথা ভেবে গতকাল শনিবার সকালে উপজলা চত্তরে ৫টি ধান কাঁটা রিপার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে

আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসার মো.নাসির উদ্দিন সাংবাদিকদের জানায়,করোনা ভাইরাসের কারনে ইরিবোরো ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে কৃষকদের ধান কাটার কথা চিন্তা করে সরকার ৫০ ভাগ ভর্তুকি দিয়ে এসিআই কোম্পানীর ধান কাঁটার রিপার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বসে ৫টি ধান কাটা কিপার মেশিন বিতরণ করে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসার মো.নাসির উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.খলিলুর রহমান এসিআই কোম্পানীর কর্মকর্তা মো.ইফতেখারুল ইসলাম

উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, উপজেলার কদমবাড়ি গ্রামের কৃষক জয়দেব অধিকারী, বারপাইকা গ্রামের বিভুতি মন্ডল, কিশোর কুমার, মিনাল কান্তি বাড়ৈ, বাটরা গ্রামের কৃষক অঞ্জন দত্তকে এই মেশিন দেওয়া হয়েছে একটি মেশিনের মূল্য একলক্ষ ৮০হাজার টাকা এর মধ্যে মেশিন নেয়া কৃষক দিচ্ছে ৯০হাজার টাকা বাকী ৯০হাজার টাকা সরকার কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকি দিচ্ছেন তারা এই মেশিন দিয়ে নিজের এবং এলাকার কৃষকদের ধান কেটে দিবেন

এব্যাপরে কৃষক জয়দেব অধিকারী, কিশোর কুমার বলেন, সরকার আজ আমাদের ধানকাঁটা মেশিন দিয়ে অনেক উপকার করেছে আমরা খুব দুরচিন্তায় ছিলাম কিভাবে মাঠে(জমির) ধান কেঁটে ঘরে তুলবো আজ মেশিন পেয়ে চিন্তামুক্ত হলাম

আরও খবর

Sponsered content

Powered by