দেশজুড়ে

আটোয়ারীতে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে অর্থ সহায়তা প্রদান

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৮:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারী উপজেলায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিজনকে ৩৫০ টাকা হারে ২০৮ জনের  মোট ৭২,৮০০ টাকা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। পরে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ জামে মসজিদে তালিকা মোতাবেক ইমাম ও মুয়াজ্জিনগণের মাঝে নির্ধারিত অর্থ বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে প গড় জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য সচিব হাফেজ মো. বেলাল হোসেন, অর্থ সচিব মুফতি মুহিবুর রহমান, সদস্য মাও. মকছেদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ ক্বারী মো. তাহেরুল ইসলাম, ছোটদাপ তাহফিযুল কুরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মো. মখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by