দেশজুড়ে

আদিতমারীর ইউএনওকে উপজেলা চেয়ারম্যানের হত্যার হুমকি

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ১২:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও উপজেলা পরিষদের সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া এবং রাজস্ব তহবিলের উনিশটি চেক বইয়ের পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে আরও একটি সাধারণ ডায়েরি হয়েছে।

আদিতমারী থানায় পৃথক দুটি ডায়েরি গতকাল রোববার সন্ধ্যায় নথিভুক্ত করা হয়েছে।
আদিতমারী থানায় ৫৫৮ নং ডায়েরিটি করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
অন্যদিকে আদিতমারী থানায় ৫৫৯ নম্বর ডায়েরিটি করেন উপজেলা পরিষদের মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুটি সাধারণ ডায়েরি (জিডি) হবার কথা স্বীকার করে বলেন, দুটি জিডি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফাঁসাতেই নতুনভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সে কারণেই জিডি করা হয়েছে বলে জানান তিনি। চেকগুলোতে তার (চেয়ারম্যান) কোনও স্বাক্ষর ছিল না বলে দাবি করেন।
তিনি আরও বলেন, এই অভিযোগ অন্যদের সঙ্গে নিয়ে গতকাল রোববার করেছেন।

Powered by