দেশজুড়ে

আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনা

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৭:৩৭:১৬ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারা উপজেলা গণপরিবহনের সময় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা হচ্ছে প্রশাসনের তত্বাবধায়নের মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৩০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার গণপরিবহনের অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কিনা এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা কালাবিবি দিঘীর মোড়, উপজেলা সদর এবং সরকার হাটের আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শেখ জোবায়ের আহমের নেত্বতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

মোবাইল কোর্ট পরিচালনা সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, সরকারি নিদের্শনায় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পড়ায় ১৮ জনকে মোট ৭৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

আরও খবর

Sponsered content

Powered by