আন্তর্জাতিক

আবারো লকডাউন ভুটান

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০ , ১২:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

চলমান মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে ভুটানে।

বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটির সরকার এই লকডাউনের ঘোষণা দেয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও খবর

Sponsered content

Powered by