Uncategorized

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:২১:১০ প্রিন্ট সংস্করণ

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন

বরগুনা প্রতিনিধি:আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছুড়ে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আমতলী উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। ৭ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবার ঘোষনাও দেন তারা। লিখিত বক্তব্যে আমতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, বেশ কয়েকদিন ধরে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মতিন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায় একটি মহল। এর প্রতিবাদে দলীয় সিদ্ধান্ত নিয়ে আমতলী উপজেলা চেয়াম্যানের অনুমতি নিয়ে ১৬ জুলাই সকাল ১০টায় মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়ার জন্য আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাওয়ার সময় তাদের পথ আটকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এসময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছাত্রলীগ সংগঠন নিয়ে নানান বাজে মন্তব্য করে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছুড়ে ফেলে দেয়। তারা এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসককে দ্রæত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আমতলী উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by