ঢাকা

আশুলিয়ায় লিফটের হাউজে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৭:১৩:২৫ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের খোলা লিফট হাউজের গর্তে জমে থাকা পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে পানধোয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা(৪) পানধোয়া এলাকার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। সে বড় দুই ভাই ও মায়ের সঙ্গে ওই এলাকায় নানা বাড়িতে থাকত।
এলাকাবাসীর অভিযোগ, অনেকদিন যাবত নির্মাণাধীন এই ভবনের কাজ চলছে। ২য় তলার ছাদের কাজ চলমান। নিচতলায় লিফটের হাউজ অরক্ষিত। তাতে পানি জমে থাকে। ভবন মালিককে অনেকবার স্থানিয়রা হাউজটির ব্যাপারে বললেও তাদের কথায় কর্ণপাত করেনি সে। ফলে মালিকের অবহেলায় আজ এই ছোট্ট শিশু ফাতেমার জীবন দিতে হলো।
ফাতেমার খালা নূপুর বলেন, সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। আমাদের বাড়ির সামনে নির্মাণাধীন ভবনে খুঁজতে গিয়ে দেখি লিফট হাউজে ফাতেমার জুতা দেখা যায়, তখন লোক নামিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি। আমি ভবন মালিককে এই হউজের ব্যাপারে বলেও কোনো কাজ হয়নি। তাদের গাফেলতির কারণেই আমার ভাগ্নী ফাতেমার মৃত্যু হয়েছে। আমি ভবন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সাইফুল নামের এক ব্যক্তি বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিপূরণ দেব। আমরাতো আর মেরে ফেলেনি, তারপরও ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। তবে এই ভবনের মালিক কারা? এমন প্রশ্নে তিনি বলেন, শুনেছি পাঁচজন মালিক, এর বেশি জানি না। আমি শুধু হামিদুল নামের একজনের সঙ্গে ওখানে যেতাম।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মালেক বলেন, তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ

আরও খবর

Sponsered content

Powered by