ঢাকা

আশুলিয়ায় কারখানার মালামাল চুরি এক বছরেও গ্রেফতার নেই

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :সাভারে একটি কারখানার ৩০কোটি টাকার মালামাল চুরির ঘটনায় করা মামলায় এক বছর পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন কারখানা কতৃপক্ষ। এদিকে পুলিশ বলছে তদন্ত পূর্বক দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে। হতাশা প্রকাশ করে মামলার বাদী চৌধুরী ইন্টার লাইনিং ইন্ডাষ্ট্রিজ এর মালিক মো: মহিউদ্দিন চৌধুরী মাসুদ বলেন, এই মামলায় আসামীকি কখনো গ্রেফতার করতে পারবে পুলিশ?
এ সময় কারখানার মালিক আরো বলেন, সাভারের ডিইপিজেড এলাকায় তার মালিকানাধীন চৌধুরী ইন্টার লাইনিং ইন্ডাষ্ট্রিজ কারখানায় গেল বছরের ১৯ মার্চসহ বিভিন্ন তারিখ ও ১ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টায় সাভারের গণকবাড়ি এলাকার প্রতিষ্ঠান থেকে ৩০ কোটি টাকার মেশিনারীজ, যন্ত্রপাতি, কাঁচামাল ও যন্ত্রাংশ রাতের আধাঁরে চুরি করে। বিষয়টি জানতে পেরে তিনি পহেলা এপ্রিল ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাজধানীর গুলশান থানাধীন গুলশান-২ এলাকার মৃত. মমতাজ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২), মো: শাহাবুদ্দিন (৬০), গিয়াস উদ্দিন (৫৮), নাজিমুদ্দিন এবং আশরাফ উদ্দিন, এস্ট্রো এস্ট্রেট লি: এর মালিক মো: আবুল কালাম আজাদ, সিকিউরিটি ইনচার্জ আবিদ (৪৭), সিকিউরিটি সুপারভাইজার রাশেদ (২৬) এবং ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত ডা: শমশের আলীর ছেলে আব্দুল হাই আল হাদী (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন ঢাকা মেট্রো ট-২০-৭৫৩৯ ট্রাকযোগে ওই প্রতিষ্ঠানের কিছু মেশিনারীরজ যন্ত্রপাতি ও মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি আশপাশের লোকজন ও টহলরত পুলিশের সহায়তায় তার প্রতিষ্ঠানের কিছু মালামালসহ উক্ত ট্রাকটি জব্দ করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। চুরির ঘটনায় থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে পরেরদিন ২ এপ্রিল একটি জিডি নং ৯৪ গ্রহণ করেন। ট্রাক ভর্তি চোরাইকৃত মালামাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের থানায় সোপর্দ করা হলেও থানা পুলিশ অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেয়। গেল বছরের ১৯ মার্চ থেকে ০১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে কারখানা থেকে প্রায় ৩০ কোটি টাকার মেশিনারিজ, কাঁচামাল ও যন্ত্রপাতি চুরি করে। পরে থানায় মামলা না নেওয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আশুলিয়া) আদালতে একটি সিআর মামলা নং ৩৪০/২০১৯ দায়ের করা হয়। পরে আশুলিয়া থানা পুলিশ চুরির ঘটনায় ২০ মে ২০১৯ তারিখে একটি মামলা নং ৭১ রুজ্জু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ মোঠোফোনে জানান, আপাতত এ সম্পর্কে তথ্য দিতে পারতেছিনা ভাই। পরে এক সময় দিব বলেই লাইনটি কেটে দেন।

আরও খবর

Sponsered content

Powered by