দেশজুড়ে

আশুলিয়ায় পুলিশ সদস্যসহ আটক ৪

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৮:০২:৩৯ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ও চাঁদাবাজীর অভিযোগে এক পুলিশ সদস্যসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৪। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ। রোববার আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার সামনে থেকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাদের। আটকৃতরা হচ্ছে, আশুলিয়া থানার পুলিম কনস্টেবল মো. মমিনুল ইসলাম (৩৫) যাহার কনস্ট্রেবল নং-১২৭৩, তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে, গাইবান্ধা জেলা সদরের চৌদ্দগ্রামের মৃত তোফাজ্জলের ছেলে ওয়াহেদ (৪০), নীলফামারীর ডিমলা বন্দর খড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদ (৩২) ও জামালপুর জেলার মেলান্দহ থানার চরগুহিন্দি গ্রামের সুরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ (২৩)। তারা সবাই আশুলিয়ার বাইপাইলের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় আশুলিয়া থানায় র‌্যাব-৪ বাদী হয়ে একটি মামলা দয়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়। র‌্যাব সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী নুর আলমের মৌখিক অভিযোগের ভিত্তিতে জামগড়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় দানকারী ও দেশীয় অস্ত্রধারী ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রো, ২ টি বড় ছোরা, ১ টি বড় হাসুয়া, ১ টি বড় ড্যাগার, ১ টি লোহা কাটার, ১টি মটোরোলা ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১ টি পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার ১ টি, ১ টি সিগন্যাল লাইট, ৪৮০ গ্রাম গাঁজা, ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৩৭ হাজার জাল টাকা, মাদক বিক্রিত নগদ ২৮ হাজার ৮১৫ টাকা, বিভিন্ন রংয়ের মানিব্যাগ ৭ টি ও ১২ টি মোবাইল সেট জব্দ করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by