দেশজুড়ে

আশুলিয়ায় শিক্ষার্থীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার 

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৬:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকার কোরিয়া মৈত্রী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ।

এর আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

নিহত আরাফাত (১২) রাঙ্গামাটি জেলার আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার কবিরপুর এলাকার বাইদগাঁও জামিয়াতুল মাদ্রাসার আবাসিকে থেকে লেখা-পড়া করতো।

বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও ডাঃ এবিএম আব্দুল্লাহ বলেন, বেলা ১২ টার দিকে মাদ্রাসার দুই তিনজন আমাদের এখানে আরাফাতকে আনেন। তবে হাসপাতালে আনার দুই থেকে ৩ ঘন্টা আগে আরাফাত মারা যায়। পরে পুলিশকে জানালে দুপুর দু’টার দিকে তার মরদেহ নিয়ে যায়। আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন ছিলো।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে বিকালে ময়ণা তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা রাঙ্গামাটি জেলা থেকে আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেয়াল টপকাতে গিয়ে আরাফত মারা যেতে পারে। তবে ময়ণা তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও খবর

Sponsered content

Powered by