বাংলাদেশ

আ.লীগের আমলেই গুম শব্দের সঙ্গে পরিচিত হই : রিজভী

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১ , ৫:০৬:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। সুতরাং আপনাদের (আওয়ামী লীগ) শাসনামলের আগে এ শব্দটি পরিচিত ছিল না।

বুধবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মানব সেবা সংঘ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘কাল একটা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। এই যে তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন। প্রতিদিন তিনি অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। সুতরাং আপনার আগে এই গুম শব্দটি পরিচিত ছিল না। আপনার সরকারের আমলেই এ শব্দটি পরিচিতি পেয়েছে এবং অনেক ছাত্র-মানবাধিকার-কর্মী যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে। সুতরাং ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। দেশের জনগণ আপনার কথায় বিভ্রান্ত হয় না।’

তিনি বলেন, ‘আপনি যে মিথ্যা বানোয়াট বিভ্রান্তমূলক বক্তব্য দেন এটা জনগণ সঙ্গে সঙ্গেই বুঝে। এরশাদের আমলে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন, যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আপনি তার সঙ্গে নির্বাচনে গিয়েছিলেন। আর সেই থেকে জনগণ আপনার কথায় বিশ্বাস করে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের অত্যাচারে রোহিঙ্গারা এ দেশে এসেছে চার বছর হলো। এই চার বছরে আপনি প্রধানমন্ত্রী তো তাদের ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি। সুতরাং আপনার এই ধরনের বক্তব্য দেশের জনগণ বিশ্বাস করে না। আর আপনি বড় বড় কথা বলেন।’

করোনা টিকা নিয়ে রিজভী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি (শেখ হাসিনা) সম্পূর্ণভাবে ব্যর্থ। আওয়ামী লীগ একটা ক্ষেত্রে সফল সেটা হচ্ছে দুর্নীতি। আপনার নেতাদের পকেট ভারী করা ছাড়া অন্য কোনো যোগ্যতা বা সফলতা আপনাদের নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ কতদিন থেকে স্কুল-কলেজ বন্ধ, অথচ এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আজ বিশ্বের বিভিন্ন দেশ নানাভাবে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করছে, অথচ আপনি পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছ। আর আপনি শেখ হাসিনা একটার পর একটা অসত্য, বানোয়াট কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by