রাজশাহী

ইউপি নির্বাচন: রায়গঞ্জে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৮:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ১১নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে পাংগাসী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নান্নুর বিপক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় মনোনয় প্রত্যাশী ৮জন।

জানা যায়, উপজেলার আসন্ন ৮নং পাংগাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ফরম উত্তোলন করেন আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়াম্যান মো. আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজ্জামেল হোসেন, সহ সভাপতি ফজলুর রহমান হিরা, যুগ্ম সম্পাদক জাহিদুর রহিম জাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম ফকির, উপজলো আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মতিউর রহমান মাষ্টার, সাবেক ভারপ্রাপ্ত চেযারম্যান আশরাফুল ইসলাম ও আলী আকবর সরকার।

এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজ্জামেল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ মনোনয়ন প্রত্যাশীরা এক জোট হয়ে বিদ্রহী প্রার্থী আকবর আলীর আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

দলীয় শৃংখলা ভঙ্গ করে আ.লীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়ে উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জানান, জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ৩দিনের সময় শেষে দলীয় শৃংখোলা ভঙের দায়ে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওযা হবে।

ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বিএনপি সমর্থিত ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়ায় আমরা আওয়ামী লীগ নেতা আকবর আলীর আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছি।

আরও খবর

Sponsered content

Powered by