ময়মনসিংহ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: ড্রেজারে আগুন

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৭:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন সিরাজাবাদ গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের নেতৃত্বে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি টিনের সেড ঘরসহ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল একটি সিন্ডিকেট। এতে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। অপরদিকে করোনা মহামারীর জন্য সারাদেশ লক ডাউন চলমান থাকায় সিরাজাবাদ বাজারে দোকান খোলা রাখার অপরাধে শিপন নামে এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by