বিনোদন

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে মিথিলা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২১ , ৫:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। শুটিং ও ব্যক্তিগত কাজে প্রায়ই দেশের বাইরে যান এই অভিনেত্রী। এবার গেলেন তুরস্কে। দেখলেন ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদ, আয়া সোফিয়াসহ ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

মূলত কিছুদিন আগে, পেশাগত কাজে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গিয়েছিলেন মিথিলা। সেখানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। সিয়েরা লিওন থেকে ফেরার সময়ই তিনি হাজির হন তুরস্কের বিখ্যাত নগরী ইস্তাম্বুলে। ঘোরাঘুরির পাশাপাশি ইস্তাম্বুলের বিখ্যাত খাবারের স্বাদ নিতেও ভোলেননি দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মিথিলা। আর সেই অভিজ্ঞতার কিছুটা হলেও তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। যা তিনি প্রকাশ করেছেন তার ইনস্টাগ্রামে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, মিথিলার মাথায় হিজাব। চোখে চশমা। ঠোঁটে হালকা লিপস্টিক। তার পেছনে অনেক দর্শনার্থী। মুগ্ধতা প্রকাশ করে ক্যাপশনে মিথিলা লিখেন, ‘আয়া সোফিয়া ও নীল মসজিদ দেখে মুগ্ধ।’

আরও খবর

Sponsered content

Powered by