ভারত

ইয়াসের হানায় ওডিশাতেও ২ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৬:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতের ওডিশায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত আল জাজিরাকে বলেছেন, বুধবার (২৬ মে) সকালে ওডিশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। এছাড়া রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

বুধবার (২৬ মে) সকালে ভারতের ওডিশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আঘান হানে ইয়াস। ওডিশা ছাড়া পশ্চিমবঙ্গেও ইয়াসের হানায় দুজনের মৃত্যু ঘটে।

জি২৪ ঘণ্টা জানিয়েছে, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়াস মোকাবিলায় ট্রাফিক পুলিশ কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by