চট্টগ্রাম

উখিয়া ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে খুন

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ২:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে দুই রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন ব্লকের হেড মাঝি ও আরেকজন সাব ব্লকের মাঝি। 

গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প ১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প ১৫ এর সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কর্মকর্তা মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের সমতল হতে অনুমান ১৫০ ফিট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে দুর্বৃত্তরা ওই দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে। পরে তাদেরকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে পাঠান। কুতুপালং এমএসএফ হাসপাতালে পৌঁছানোর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কামরান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আট থেকে ১০ জন দুষ্কৃতকারী পূর্ব পরিকল্পিতভাবে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে। এ বিষয়ে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by