আন্তর্জাতিক

উগান্ডায় নৌ দুর্ঘটনায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১২:২৬:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উগান্ডা-কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত আলবার্ট হ্রদে ৫০ জন যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। গুরুতর অবস্থায় ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে শুক্রবার (২৫ ডিসেম্বর) নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মৃতরা উগান্ডা এবং কঙ্গোর নাগরিক ছিলেন। নদীতে এখনো তল্লাশি চললেও বাকিরা বেঁচে নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

আঞ্চলিক পুলিশ মেরিন কর্মকর্তা সামুয়েল ওন্যাঙ্গো প্রাথমিকভাবে নৌকাডুবির ঘটনাকে দুর্ঘটনা বলছেন।

তিনি বলেন, নৌকাটিতে নিরাপত্তা সরঞ্জাম বলতে কিছুই ছিল না। দ্বিতীয়ত, আবহাওয়া খারাপ হওয়ায় দিক হারিয়ে ফেলে যাত্রীবোঝাই নৌকাটি।

মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, হতাহতরা অবৈধভাবে কঙ্গো থেকে উগান্ডায় ফিরছিলেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন এড়াতেই অবৈধ পথে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি।

আফ্রিকার সপ্তম বৃহত্তম হ্রদ আলবার্ট-এ নৌকা দুর্ঘটনায় প্রাণহানি সাম্প্রতিক সময়ে বেশ দৃশ্যমান। ২০১৪ সালে ২৫০ শরণার্থী নৌকা ডুবে মারা যান। গত জুনে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে নৌকা ডুবে প্রাণ হারান ১৮ জন।

আরও খবর

Sponsered content

Powered by