দেশজুড়ে

উজিরপুরে ৯ বছরের শিশু করোনার থেকে সুস্থ্য হয়ে  মায়ের কোলে 

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৮:১২:২৫ প্রিন্ট সংস্করণ

 

 

 

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ১৩ এপ্রিল রাহাত ফরাজী (০৯) নামে এক শিশু করোনা সংক্রামক হওয়ায় আইসোলেশনে ২১ দিন থাকার পরে সুস্থ হয়ে গতকাল মঙ্গলবার বাড়ীতে মায়ের কোলে ফিরে গেলেন

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত হোসেন জানায়, গত ১৩ এপ্রিল বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর পুত্র রাহাত ফরাজী (০৯)কে জ্বর, কাশি, গলাব্যাথা, মৃদ্যু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে তাৎক্ষনিক ওইমিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইসোলেশনে রেখে  করোনাভাইরাস  পরীক্ষার জন্য ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশাল সির্ভিল সার্জনের কাছে প্রেরণ করা হয় ঢাকা থেকে ১৬ তারিখ শিশুটির করোনা পজেটিভ রিপোর্ট আসে  পূর্নরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে মে করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট আসে

এছাড়াও শিশুটির চিকিৎসার সময় তার কাছে আইসোলেশনে থাকা পিতা দাদীকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদেরও করোনা নেগেটিভ পাওয়া যায়

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক মাসের খাদ্যসামগ্রীসহ শিশুটিকে তার পরিবারেরকাছে হস্থান্তর করেন উজিরপুর উপজেলা প্রশাসন

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা ত্রাণ দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম

Powered by