বাংলাদেশ

‘এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে আমরা ভোটার কার্ড দেব’

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৭:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনার মো. আলমগীর। পুরোনো ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে গেলে নির্বাচন কমিশন (ইসি) ভোটার কার্ড দেবে বলে জানিছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এনআইডির জন্য নতুন আইন হচ্ছে। এটি পাস হলেই এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। জন্মের পরপরই প্রত্যেক নাগরিককে এনআইডি দেওয়া হবে বলে জানান তিনি।

এনআইডিবিষয়ক সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এনআইডি চলে গেলে ক্ষতি হবে না। এনআইডি এক জিনিস, ভোটার এক জিনিস। আমরা কাজ করি ভোটার তালিকা নিয়ে। এনআইডির ভিত্তিতে নির্বাচন করি না। আমরা ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করি।’

এনআইডি আলাদা হয়ে গেলে ইসির ভোটার তালিকার সার্ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হবে কিনা- এমন প্রশ্নে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এনআইডি চলে গেলেও ভোটার সার্ভার দেওয়ার কোনো সুযোগ নেই। এটা কাউকেই দেওয়ার সুযোগ নেই। এটা ইসির সম্পদ। তবে আমরা তথ্য শেয়ার করতে পারি। এনআইডি স্বরাষ্ট্রে চলে গেলে তারা তথ্য ব্যবহার করতে চাইলে দেওয়া যাবে।’

তিনি বলেন, ‘এনআইডি চলে গেলে এটার নাম দেব ‘‘ভোটার আইডি’’। ভোটাররা আমাদের কাছ থেকে কার্ড পাবেন। এনআইডি কার্ড হিসেবে তো আমরা বানাইনি। আমরা তো বানিয়েছি ভোটার কার্ড হিসেবে। আমাদের সার্ভার আমাদের কাছেই থাকবে। এ সার্ভার আমরা কারো কাছে হস্তান্তর করব না। এটা নিয়ে যারা বোঝে তারাও বলে, যারা না বোঝে তারাও বলে।’

আরও খবর

Sponsered content

Powered by