চট্টগ্রাম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:১৩:১৪ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার কুতুপালংয়ে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন বলেন, ‘সকালে কুতুপালং ক্যাম্পে পৌঁছে ডেনমার্কের রাজকুমারী ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) বৃক্ষরোপণ কর্মসূচি দেখেন। সংস্থাটি উখিয়া ও টেকনাফের ৬ হাজার একরের বেশি পাহাড় ও বনাঞ্চলে বৃক্ষরোপণ করছে।’

রাজকুমারী এলিজাবেথ সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

ছবি: সংগৃহীত

রাজকুমারী ম্যারি এলিজাবেথের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিটিভি ছাড়া কোনো গণমাধ্যমকর্মীদের ক্যাম্পে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে রাজকুমারী ম্যারি কক্সবাজার জেলা শহরের কলাতলীতে সায়মন বিচ রিসোর্টে রাত যাপনের পর আজ সকাল সাড়ে ৮টায় সড়ক পথে ৪৫ কিলোমিটার দূরের কুতুপালং ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশে ডেনমার্কের দূতাবাস জানায়, আগামীকাল বুধবার রাজকুমারী উড়োজাহাজে কক্সবাজার থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেবেন। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণদের সঙ্গে মতবিনিময় করতে কুলতী গ্রামে যাবেন রাজকুমারী।

বুধবার রাজধানী ঢাকায় ফিরে রাতে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by