বাংলাদেশ

করোনায় এনবিআর কর্মকর্তার মৃত্যু, চেয়ারম্যানের শোক

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ১১:০২:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার বুধবার (০৩ জুন) আনুমানিক রাত ২টা ৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

করোনা যুদ্ধে বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের প্রথম শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

শোক বার্তায় তিনি বলেন, পরম করুনাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

Powered by