ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৭১৯ চিকিৎসকের মৃত্যু

  প্রতিনিধি ১২ জুন ২০২১ , ১০:০৫:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহারে। তারপরই রাজধানী দিল্লিতে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে এ পর্যন্ত ৭১৯ চিকিৎসক মারা গেছেন। 

দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহারে। তারপরই রাজধানী দিল্লিতে। 

বিহারে ১১১ জন, দিল্লিতে ১০৯ জন, উত্তর প্রদেশে ৭৯ জন, পশ্চিমবঙ্গে ৬৩ এবং রাজস্থানে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে মহামারিতে। 

এছাড়া অন্ধ্রপ্রদেশে ৩৫ জন, তেলেঙ্গানায় ৩৬ জন, তামিল নাড়ুতে ৩২ জন, কেরালায় ২৪ জন এবং কর্নাটকে ৯ জন চিকিৎসক মারা গেছেন। 

বিশ্বজুড়ে মহামারি ছড়িয়ে পড়ার পর তা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। করোনা প্রতিরোধে তারাই সম্মুখসারির যোদ্ধা। নিজের জীবনের পরোয়া না করে তারা রোগীদের প্রাণ রক্ষা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। 

গত মার্চ থেকে ভারতে দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়তে থাকে। এপ্রিল নাগাদ প্রাদুর্ভাব লাগামহীন অবস্থায় পৌঁছায়। ওই সময়ে দেশটিতে টানা কয়েকদিন দৈনিক চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। 

বর্তমানে দৈনিক শনাক্ত এক লাখের নিচে নেমে এসেছে। কিন্তু দৈনিক মৃত্যু এখনো অনেক বেশি। দিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০০২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আরও খবর

Sponsered content

Powered by