আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ২০ লাখ ছুঁইছুঁই, শীর্ষে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ১০:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৯৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭০৮ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৩১ জন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জনের শরীরে। অন্যদিকে সেখানে মারা গেছেন ২৬ হাজার ৪৭ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

বাংলাদেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের শরীরে এবং মারা গেছেন ৪৬ জন। এছাড়া আক্রান্তদের ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।

আরও খবর

Sponsered content

Powered by