আন্তর্জাতিক

করোনায় মেক্সিকোর রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১১:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসুস গ্রাজেডা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার চিহুয়াহুয়া রাজ্যের গভর্নর এ কথা জানিয়েছেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্রাজেডা। পরে সেই করোনাতেই মারা গেলেন চিহুয়াহুয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। খবর রয়টার্সের।

চিহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল রোববার ফেসবুকে লিখেন, এই মুহূর্তে আমি গভীর শোক ছাড়া আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি লিখেন, গ্রাজেডা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মেক্সিকোতে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশটি।
করোনাভাইরাস দুই আমেরিকা মহাদেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। বিশ্বে করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আবার মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা চারটি দেশের মধ্যে তিনটিই আমেরিকা মহাদেশের।

Powered by