আন্তর্জাতিক

করোনায় সুস্থ হয়ে ফিরলেন সাড়ে ১৮ লাখ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ১২:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ধীরে ধীরে বিশ্বব্যাপী কমতে শুরু করেছে। এই ভাইরাসে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

এছাড়াও গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন, স্পেনে এক লাখ ৯৫ হাজার ৯৪৫ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ১৭৬ জন, ফ্রান্সে ৬১ হাজার ২১৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪৬৪ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৯৬২ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬০০ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৬ হাজার ৬৭১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। অপরদিকে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও খবর

Sponsered content

Powered by