আন্তর্জাতিক

করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়াল

  প্রতিনিধি ৪ জুন ২০২০ , ১১:০৯:৪৮ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের নানা প্রান্তে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৯৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৬৮ হাজার ৫১০ জন। লাফিয়ে বাড়ছে ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনেই ১ হাজার ৩৪৯ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

 বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সব মিলিয়ে ব্রাজিলে মারা গেছে ৩২ হাজার ৫৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন। বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি।
মোট আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুল্লুকে মোট আক্রান্ত ১৯ লাখ ১ হাজার ছাড়িয়েছে ৭৮৩ জন। মৃত ১ লাখ ৯ হাজার ১৪২। 
মোট মৃতের সংখ্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭২৮ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। ইতালিতে মৃত্যু হয়েছে অন্তত ৩৩ হাজার ছয়শ’র বেশি মানুষের।
ওয়াই

Powered by