ভারত

করোনা আক্রান্ত বিজেপি সভাপতি, মমতার টুইট বার্তা

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ১২:০৪:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। 

এক টুইট বার্তায় তিনি লিখেছেন,‘করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনার পরীক্ষা করাই। তার ফল পজেটিভ এসেছে। আমি স্বাস্থ্যবিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।’

তিনি আরও লিখেন, ‘আমার সংস্পর্শে যারা এসেছেন, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।’

জেপি নাড্ডা করোনায় আক্রান্ত হওয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শুনেছি জেপি নাড্ডার করোনা পজেটিভ ধরা পড়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

সদ্য পশ্চিমবঙ্গ সফর শেষে ফিরে গেছেন জেপি নাড্ডা। আর ফিরেই করোনা আক্রান্ত হলেন জেপি নাড্ডা। রাজ্য সফরে একাধিক কর্মসূচি ছিল তার। তার কনভয়ে হামলা নিয়ে এখনও রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে বেশ কয়েক দিনের ব্যবধানে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই তালিকায় এবার যুক্ত হলো নাড্ডার নাম।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরও খবর

Sponsered content

Powered by